ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার কর্মকর্তাদের শেখানো হবে কম্পিউটার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের অধিকাংশ কর্মকর্তা কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে কিছুই জানেন না। তাই তাদের কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে জানাতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

কম্পিউটার সম্পর্কে প্রাথমিক পাঠ দেয়া হবে এসব কর্মকর্তাদের।

তথ্য ও প্রযুক্তি দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের বিধানসভার মাত্র ১০ জন কর্মকর্তা কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে জানেন। ত্রিপুরা বিধানসভায় কর্মকর্তা রয়েছেন ৬০ জন। বাকি ৫০ জন বর্তমান ডিজিট্যাল টেকনোলজি সম্পর্কে অজ্ঞ। এতে সরকারি বিভিন্ন কাজে খুব সমস্যা হয়।

জানা গেছে, রাজ্যের এই ৫০ কর্মকর্তাকে প্রাথমিকভাবে পাঠ দেয়া হবে কম্পিউটার, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইন্টারনেট প্রভৃতি সম্পর্কে।

শিক্ষামন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, একটি সংস্থার সঙ্গে রাজ্য সরকারের কথা হয়েছে। ঐ সংস্থাটি রাজ্যের কর্মকর্তাদের কম্পিউটার ট্রেনিং দেবে। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছে, ৬০-৭০ ঘণ্টা ক্লাস হবে। এর মধ্যেই তাদের শিখতে হবে কম্পিউটার।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
তন্ময়/এমআইপি/আরআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।