ঢাকা: সিরিয়ায় বেসামরিক নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে লিখিত প্রস্তাব পাঠাবে যুক্তরাজ্য।
দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার এক টুইটার বার্তায় জানিয়েছেন, পরিষদের পাচজন স্থায়ী সদস্যদের উপস্থিতিতে একতি বৈঠকে প্রস্তাবটি পাঠানো হবে।
জাতিসংঘের অস্ত্র পর্যবেক্ষকদের একটি দল ২১ আগস্টের রাসায়নিক অস্ত্র ব্যবহারের হামলাস্থল আবার পরিদর্শন শুরু করেছেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরিষদের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বান কি মুন বলেন, পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে আগ্রহী। এটা হারিয়ে যেতে পারে না। শেষ পর্যন্ত পরিষদকে অবশ্যই শান্তি রক্ষায় একসাথে কাজ করতে হবে। ’
অন্য একটি বার্তায় ক্যামেরন বলেন, ‘আমরা সবসময়ে বলেছি, আমরা চাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার দায়িত্ব গ্রহণ করুক। ’
তিনি বলেন, এখন তাদের সেই সুযোগ এসেছে। তিনি আরও বলেন, প্রস্তাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অপরাধে আসাদকে দোষারোপ করা হবে। ’
সিরিয়ায় সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে ক্যামেরন বুধবার বিকেলে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক ডেকেছেন।
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ ও আরবলীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সাংবাদিকদের বলেন, ‘এটা এখন স্পস্ট যে ২১ আগস্টের হামলায় বিশেষ কিছু একটা ব্যবহার করা হয়েছে। যে কারণে অনেক মানুষ নিহত হয়েছেন। ’
তিনি জোর দিয়ে বলেন, ‘তবে যেকোন ধরণের সামরিক পদক্ষেপ নিতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। ’
এর আগে রাশিয়া ও চীন সিরিয়ার প্রতি এ ধরণের প্রস্তাবে ভেটো দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরব সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘সামরিক হস্তক্ষেপের উদ্যোগ সিরিয়াসহ ওই অঞ্চলে আস্থিরতা আরও বাড়াবে। ’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাভরব, ব্রাহিমির কাছে একটি ফোন কলে রাজনৈতিক সঙ্কট সমাধানের বিষয়ে জোর দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচকিউ/আরআইএস