ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিনের অন্তর্বাস পরা চিত্রকর্ম সরালো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, আগস্ট ২৮, ২০১৩
পুতিনের অন্তর্বাস পরা চিত্রকর্ম সরালো পুলিশ

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুতিনের অন্তর্বাস পরা একটি চিত্রকর্ম জব্দ করেছে দেশটির পুলিশ। বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি গ্যালারি থেকে চিত্রকর্মটি উদ্ধার করে পুলিশ।



পুলিশ বলছে, চিত্রকর্মটির মাধ্যমে আইনের প্রতি অশ্রদ্ধা করা হয়েছে।

চিত্রকর্মটিতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি মেয়েদের আঁটসাট ম্লিপ পরে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এর চুল আঁচড়ে দিচ্ছেন। চিত্রকর্মটিতে মেদভেদেভ অন্তর্বাস পরে ছিলেন।

পুলিশ জানিয়েছে, মিউজিয়াম অব পাওয়ার গ্যালারি থেকে তারা চিত্রকর্মগুলো সরিয়ে নিয়েছে।

এ ছাড়া সমকামী বিয়ে নিয়ে প্রচারণা বন্ধে আইন করতে সহায়তাকারীদের ব্যঙ্গ করে আঁকা দুটি ছবিও পুলিশ সরিয়ে নিয়েছে।

দেশটিতে কর্তৃপক্ষকে ব্যঙ্গ করে কিছু করলে তা নিয়ন্ত্রণে আইন আছে। এ ক্ষেত্রে অপরাধের সর্বোচ্চ সাজা এক বছরের কারাদণ্ড।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।