ঢাকা: সিরিয়ার নিরাপত্তা বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে চারদিনের মধ্যে তদন্ত শেষ করবে জাতিসংঘের পর্যবেক্ষক দল। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বুধবার এ তথ্য জানিয়েছেন।
পর্যবেক্ষক দল সম্পর্কে তিনি বলেন, ‘তারা অনেক বিরূপ পরিস্থিতির মধ্যে কাজ করছেন। তারা কঠিন পরিশ্রম করছেন। ’ বান কি মুন নেদারল্যান্ডের দি হেইগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত ‘শান্তির প্রাসাদের (পিস প্যালেসের)’ শততম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, ‘তাদেরকে চারদিনের মধ্যে কাজ শেষ করতে দিন। এরপর আমরা বিশ্লেষকদের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে তদন্তের তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা পরিষদকে পরবর্তী পদক্ষেপ নিতে বলব। ’
এর আগে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ ও আরবলীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সাংবাদিকদের বলেছিলেন, ‘এটা এখন স্পস্ট যে ২১ আগস্টের হামলায় বিশেষ কিছু একটা ব্যবহার করা হয়েছে। যে কারণে অনেক মানুষ নিহত হয়েছেন। তবে যেকোন ধরণের সামরিক পদক্ষেপ নিতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। ’
তিনি বলেছিলেন, ‘আমার অবশ্যই বলা উচিত যে, আমি জানি প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের প্রশাসন যুদ্ধবাজ বলে পরিচিত নয়। তবে আমি জানি না যে তারা এখন কি সিদ্ধান্ত নিবে। কিন্তু এক্ষেত্রে আন্তর্জাতিক আইন পরিষ্কার। ’
ব্রাহিমি যদিও বলেছেন সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কিছু নমুনা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তিনি পর্যবেক্ষক দলের তদন্ত শেষের অপেক্ষা করছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচকিউ/জিসিপি