ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগরতলায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিচার পেলেন গৃহবধূ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হন এক গৃহবধূ। অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার তিনি ছুটে যান থানায়।

কিন্তু সেখানেও ঘটনা জানালে কোনো প্রতিকার হয়নি। অভিযোগ না নিয়ে থানা থেকে উল্টে তাকে তাড়িয়ে দেয় পুলিশ।

কিন্তু শ্বশুর বাড়ির নির্যাতন ক্রমশ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিলো। শেষ পর্যন্ত ওই গৃহবধূ শ্বশুরবাড়ির আমানবিক অত্যাচার থেকে মুক্তি পেতে বুধবার ছুটে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে।

হাজমা বেগম নামের ওই গৃহবধূকে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন এলাকার অন্য নারীরা। মুখ্যমন্ত্রী মানিক সরকার ধৈর্য সহকারে শোনেন তার কথা। কথা বলার ফাঁকেই মুখ্যমন্ত্রী যোগাযোগ করেন রাজ্য পুলিশের মহা পরিচালক এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে। কথা বলেন এই গৃহবধূর বিষয়ে।

পুলিশের মহা পরিচালককে মুখ্যমন্ত্রী বলেন, গোটা ঘটনা দেখতে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রাজ্য পুলিশের মহা পরিদর্শক এ ঘটনার তদন্ত করবেন। তদন্ত করা হবে বোধজং নগর থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধেও। কারণ এ থানাতেই হাজমা গিয়েছিলেন অভিযোগ জানাতে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম বলরাম সেন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
টিসি/এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।