ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
সিরিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে ন্যাটো

ঢাকা: মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফঘ রাসমুসেন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকেই দায়ী করছে বেশিরভাগ সূত্র।

ব্রাসেলসে ন্যাটো দূতদের একটি বৈঠকের পর রাসমুসেন বলেন, ‘এ ধরণের অস্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও এজন্য অবশ্যই জবাবদিহিতা প্রয়োজন।

’ যদিও এ ব্যাপারে তিনি কোন ধরণের সিদ্ধান্তের সুপারিশ করেননি।

তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে চলে আসা আন্তর্জাতিক আইন ও অনুশীলন ভঙ্গ করা হয়েছে। অবশ্যই এর দায়দায়িত্বের ভার নেওয়া উচিত। ’

তিনি বলেন, ‘সামরিক জোট অবশ্যই সিরিয়ার পরিস্থিতিকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। ’

যুক্তরাষ্ট্র ও তার জোটসঙ্গীরা রাশিয়া ও ইরানের সতর্কবার্তার পরেও আসাদ বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার চিন্তা করছে। ঠিক এমন সময়েই ন্যাটোর মহাসচিব সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে ন্যাটোর এমন বক্তব্য জানালেন।

এদিকে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে লিখিত প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়া ইস্যুতে নির্দিষ্ট সময়ের চারদিন আগেই অধিবেশন ডেকেছেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচকিউ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।