ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসাদের পক্ষ নেওয়া উচিত হবে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
আসাদের পক্ষ নেওয়া উচিত হবে না

ঢাকা: অগ্রহণযোগ্যভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় সিরিয়ার সরকারের পক্ষে বিশ্ববাসীর দাঁড়ানো উচিত হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার দেশটির সংসদে ও মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি সুপারিশ উত্থাপনের লক্ষ্যে বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের দেড় ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করা হয়।



সিরিয়ার নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর লক্ষ্যে ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে যুক্তরাজ্য ।

আন্তর্জাতিক সময় বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাঠানো হবে।

যুক্তরাজ্যের এই লিখিত প্রস্তাবনাটিতে আসাদবাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে আর এই সাহস না করে সেজন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

যদিও গত ২১ আগস্ট কয়েকশ’ মানুষ নিহত হওয়ার ওই ঘটনায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে সিরিয়া সরকার।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, জাতিসংঘের পর্যবেক্ষকদের পরীক্ষায় যদি আসাদবাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তবে তাৎক্ষণিকভাবে হামলা চালাতে পারে পশ্চিমা সামরিক বাহিনী।

অবশ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তির এমন হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছে রাশিয়া, চীন, ইরানসহ আসাদের মিত্র  শক্তিগুলো।

দামেস্ক ও তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, সিরিয়ায় হামলা চালানো হলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
এইচএ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।