ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার পক্ষে লাখদার ব্রাহিমিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
সিরিয়ায় হামলার পক্ষে লাখদার ব্রাহিমিও

ঢাকা: আরব বসন্ত শুরু হওয়ার পর সিরিয়ায় নিয়োগ পাওয়া জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমিও দেশটিতে সামরিক অভিযানের পক্ষে।

বুধবার আলজেরিয়ার সাবেক এই কূটনীতিক এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই অনুমোদন দিতে হবে।



সম্প্রতি ‍রাসায়নিক অস্ত্র ব্যবহারে বহু মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার জনগণের সঙ্গে এ ব্যাপারে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন।

সম্ভাব্য সামরিক অভিযানের ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি এ ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোনো বাধা নেই। আন্তর্জাতিক আইনে বলা আছে নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হওয়ার পর অবশ্যই সামরিক অভিযান চালাতে হবে।

এ দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ‍জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য একটি লিখিত প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদ।

যুক্তরাজ্যের এ উদ্যোগে একমত পোষণ করে আসছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সও।

ধারণা করা হচ্ছে, জাতিসংঘের পর্যবেক্ষকরা যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর যোগসাজশ পান তবে নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়া মাত্রই হামলা চালাবে পশ্চিমা সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
এইচএ / এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।