ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, সেপ্টেম্বর ১৩, ২০১৩
রাশিয়ায় মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

ঢাকা: রাশিয়ার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হয়েছে। শুক্রবার রাশিয়ার উত্তরের নভগোরোদ অঞ্চলে লুকা গ্রামের হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



ধারণা করা হচ্ছে, কোন রোগীর সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে পুরুষ ওয়ার্ড থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত একতলা বিশিষ্ট হাসপাতালের অন্যান্য স্থানেও আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে একজন নার্সও রয়েছে। তিনি রোগীদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিলেন। এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, এর আগে নিরাপত্তার জন্য হাসপাতালটির বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশ দিলেও তা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।