ঢাকা: খোলা আকাশ। চোখ বাঁধা এক ব্যক্তি হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছেন।
এরকম মধ্যযুগীয় হত্যার দৃশ্য আমরা হয়ত গল্পে পড়েছি বা সিনেমায় অনেকেই দেখেছি। কিন্তু এই বর্বরতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে সিরিয়ায়। সূচনায় তুলে ধরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী একজনকে এমনিভাবেই মেরে ফেলা হয়েছে। শিশুদের উপস্থিতি চালানো হয় ওই হত্যাকাণ্ড।

শিরচ্ছেদ করার পর উল্লোসিত ঘাতক

নিহত বাশার সমথর্কের লাশের পাশ দিয়ে এক শিশু নিয়ে হেঁটে যাচ্ছেন এক বিদ্রোহী।

শিরচ্ছেদের এ দৃশ্য এভাবে দল বেঁধে বসে দেখে সিরীয় বিদ্রোহীদের সন্তানরা
অহরহ ঘটছে এমন ঘটনা। সিরিয়ার বিদ্রোহীদের একের পর এক নৃশংসতার ঘটনার প্রকাশ ঘটছে। নিজেদের বর্বর আচরণের ছবি, ভিডিও বিদ্রোহীরা কখনও নিজেরাই প্রকাশ করছেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/এমজেডআর