ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রকেট উৎক্ষেপণ করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, সেপ্টেম্বর ১৪, ২০১৩
রকেট উৎক্ষেপণ করল জাপান

ঢাকা: প্রথমবারের মতো নতুন প্রজন্মের রকেটের উৎক্ষেপণ চালালো জাপান। জাপানের আগের প্রজন্মের মহাকাশ যানের চেয়ে আকারে প্রায় অর্ধেক এপসিলন রকেট।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জানিয়েছে, এপসিলন তৈরিতে খরচ পড়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার। এর চেয়ে দ্বিগুণ খরচ পড়েছিল এপসিলনের আগের প্রজন্মের রকেট তৈরিতে।

শনিবার দুপুরের দিকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এ রকেটের উৎক্ষেপণ চালানো হয়।

রকেট উৎক্ষেপণ দেখতে ভিড় জমেছিল জাপানিদের। ইন্টারনেটে রকেট উৎক্ষেপণের দৃশ্য প্রচার করা হয়।
রকেটে একটি টেলিস্কোপ সংযুক্ত রয়েছে। এটিই বিশ্বের প্রথম টেলিস্কোপ যা শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহকে প্রথিবী থেকে পর্যবেক্ষণ করবে।

কৃত্রিম বুদ্ধি সম্পন্ন হওয়ায় নতুন রকেটটি উৎক্ষেপণে মাত্র ৮ জন প্রয়োজন য‍াতে আগে লাগত ১৫০ জন।
এর আগে এম-৫ উৎক্ষেপণ চালায় জাপান। ২০০৬ সাল থেকে এর উৎক্ষেপণ বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি জাপানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোবট পাঠিয়েছে জাপান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।