ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আঁকিয়ে তিমি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
আঁকিয়ে তিমি!

ঢাকা: সৃজনশীলতা কেবল মানুষের মগজেই আছে এমনটি বোধ হয় কোনো শাস্ত্রেই বলা নেই। এই না থাকার যৌক্তিকতাকে পোক্ত করতে এবার চিত্রশিল্পীর ভূমিকায় অবতীর্ণ হলো জাপানের সাদা তিমি!

Whalesটোকিওর কাছে ইয়োকোহামার পর্যটন এলাকায় অবস্থিত ‘হাক্কেইজিমা সি প্যারাডাইস অ্যাকুরিয়াম’র মুখপাত্র জানান, এখানকার সাদা রঙা তিমিগুলো নিজের মতো করেই চিত্রকর্ম তৈরি করেছে।

আর সেটা জলের ওপর ভাসতে ভাসতেই! অবশ্য তিমিগুলোকে অ্যাকুরিয়ামের বাইরে থেকে রঙ, ক্যানভাস এবং আঁকুনি ব্রাশ দিয়ে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবকরা।

অ্যাকুরিয়াম’র ওয়েবসাইটে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মাথাসহ শরীরের এক পঞ্চমাংস ভাসিয়ে ভাসিয়ে মুখে ব্রাশ নিয়ে অ্যাকুরিয়ামের ওপর কাঠের মাধ্যমে রাখা নীল রঙের ক্যানভাসে মনোযোগ দিয়ে এঁকে চলেছে একটি তিমি।

Whalesক্যানভাসে কর্তৃপক্ষের লাগিয়ে দেওয়া কাগুজে মাছের আকৃতি অনুসারে আঁকিবুকি করছে সে।

অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানায়, হুবহু না হোক, কিছুটা হলেও নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পেরেছে তারা।

ওই অ্যাকুরিয়ামে আসা দর্শনার্থীদের এখন আগ্রহের কেন্দ্রবিন্দু সাদা তিমির আঁকা এসব ‘বৈচিত্র্যময়  চিত্রকর্ম। ’

তিনি জানান, প্রাথমিকভাবে ওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তবে এই শরতে তারা নিজেরাই চিত্রশিল্পী হিসেবে আবির্ভূত হয়েছে।

উল্লেখ্য, বিপন্ন এসব সাদা রঙা তিমি স্থানীয়ভাবে বেলুগা নামে পরিচিতি।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।