ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

টাইটানিকে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, সেপ্টেম্বর ৩০, ২০১৩
টাইটানিকে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি প্রকাশ

ঢাকা: আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া দৈত্য জাহাজ টাইটানিক দুর্ঘটনায় নিহতদের সলিল সমাধি দেওয়ার পূর্বে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে।

১৯১২ সালে ১৫ এপ্রিল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজটি।

সে ঘটনায় ১৫২২ জন বা তার চেয়ে বেশি যাত্রীর সলিল সমাধি ঘটে। তবে নিহতদের ঠিক কীভাবে সমাহিত করা হয় এবং কীভাবে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় এ নিয়ে এতোদিন পর্যন্ত অস্পষ্টতা ছিল।

রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত ওই সাদাকালো ছবিতে দেখা যায়, ব্যাগভর্তি মৃতদেহগুলো উদ্ধারকারী জাহাজ ম্যাকে বেনেটের ওপর একটি উঁচুস্থানে রাখা হয়েছে এবং লোকজন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে।

মিরর জানায়, দুর্ঘটনার ক’দিন পরই ছবিটি ক্যামেরাবন্দি হয়েছিল। নিলামদার অ্যান্ড্রু অলড্রিজ জানান, টাইটানিক দুর্ঘটনায় নিহতদের সলিল সমাধি বা অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে যে অস্পষ্টতা ছিল এই ছবি সেটা দূর করে দেবে।

জানা গেছে, ১৯ অক্টোবর যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে এই ছবিটি নিলামে তুলবে প্রখ্যাত নিলামদার প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ এন্ড সন। এর দাম ধরা হয়েছে পাঁচ হাজার পাউন্ড।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।