ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীন সাগরে মাছ ধরার নৌকাডুবি, নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, সেপ্টেম্বর ৩০, ২০১৩
চীন সাগরে মাছ ধরার নৌকাডুবি, নিখোঁজ ৭০

ঢাকা: দক্ষিণ চীন সাগরে তিনটি মাছ ধরার নৌকা ডুবে ৭০ জনেরও বেশি জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুনের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে গেছে।

সোমবার বিকেল বা সন্ধ্যা নাগাদ ভিয়েতনাম এবং চীন উপকূলে আঘাত হানতে পারে টাইফুনটি।

নৌ নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেল থেকে ওই তিনটি নৌকা নিখোঁজ রয়েছে।

এছাড়া, ১৭১ জন জেলে বহনকারী আরও পাঁচটি নৌকা টাইফুনের কবলে পড়লেও সেগুলো সোমবার বিকেলে ভিয়েতনাম উপকূলে ভিড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, টাইফুন আঘাত হানার হুমকিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৭০ হাজারেরও বেশি নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভিয়েতনাম।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।