ঢাকা: দক্ষিণ চীন সাগরে তিনটি মাছ ধরার নৌকা ডুবে ৭০ জনেরও বেশি জেলে নিখোঁজ রয়েছে।
সোমবার চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুনের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে গেছে।
নৌ নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেল থেকে ওই তিনটি নৌকা নিখোঁজ রয়েছে।
এছাড়া, ১৭১ জন জেলে বহনকারী আরও পাঁচটি নৌকা টাইফুনের কবলে পড়লেও সেগুলো সোমবার বিকেলে ভিয়েতনাম উপকূলে ভিড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, টাইফুন আঘাত হানার হুমকিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৭০ হাজারেরও বেশি নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভিয়েতনাম।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/বিএসকে