ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, সেপ্টেম্বর ৩০, ২০১৩
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ঢাকা: নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে সর্বোত্তরের শহর ওয়াগারেই থেকে ৮৭০ কিলোমিটার উত্তর পূর্বে এবং ল্যসপারেন্স পর্বত থেকে ৭৮ কিলোমিটার উত্তর পূর্বে কারমাডেক দ্বীপের ভূগর্ভের ৪২ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।



তবে দেশটির আবহাওয়া পরিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৭ মাত্রা। এছাড়া, এ ঘটনায় সুনামি আঘাত হানার সম্ভাবনা কিছুটা রয়েছে বলেও আশঙ্কা করেছে দেশটির কর্তৃপক্ষ।

তবে যুক্তরাষ্ট্রের হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র এইচপিটিডব্লিউসি জানিয়েছে, সকল তথ্য মতে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিধ্বংসী কোনো সুনামি আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।