ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড়শ’ জন।
দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার জানিয়েছে, শহরের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বিভিন্ন মার্কেট ও গাড়ি পার্কিংস্থলকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালের এসব হামলায় অন্তত ১২টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এর মধ্যে সদর সিটি জেলার একটি সবজি মার্কেটে হামলা চালানো হলে ৭ জন নিহত ও ৭৫ জন আহত হয়। অন্যদিকে রাজধানীর শিয়া অধ্যুষিত শুয়ালা এলাকায় নিহত হয় আরও ৬ জন। এছাড়া, রাজধানী ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হামলায় বেশ কিছু লোকের হতাহতের খবর পাওয়া গেছে।
সোমবারের এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এসব হামলার জন্য সুন্নি জঙ্গিদের দায়ী করা হয়ে থাকে।
অবশ্য, আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান সংবাদ মাধ্যমকে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
এর আগে রোববারও একটি শেষকৃত্য অনুষ্ঠান ও বিভিন্ন জায়গায় হামলা চালানো হলে কয়েক ডজন লোক নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/এসআরএস