ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রাসাদ দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রাসাদ দোষী সাব্যস্ত

ঢাকা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার মামলার দণ্ডাদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।



আইনজীবীরা জানিয়েছে,  দোষী সাব্যস্ত হওয়ায় ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড পেতে পারেন লালুপ্রাসাদ।

মামলায় লালুপ্রাসাদের সঙ্গে আরও ৪৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ‍এই গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত মামলার আসামী হয়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র ও ক্ষমতাসীন জনতা দলের (ইউনাইটেড) বিধায়ক জগদীশ শর্মা।

উল্লেখ্য, ১৯৯০ সালে পশুখাদ্য খরচের নাম করে অবিভক্ত বিহারের চাঁইবাসা কোষাগার থেকে ৩৭ কোটি ৭০ লাখ রুপি আত্মসাতের অভিযোগ ১৯৯৬ সালে তদন্ত শুরু করে সিবিআই। ১৯৯৭ সালে তদন্তে লালুপ্রাসাদের নাম আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ২০০১ সালে রাঁচির সিবিআই আদালতে মামলা স্থানান্তরিত হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেন লালুপ্রসাদ।

শেষ পর্যন্ত এই মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টের জারি করা আদেশ অনুসারে, দুই বা তিন বছরের বেশি কারাদণ্ড ভোগ করলে সংশ্লিষ্ট এমএলএ বা এমপি তার সদস্যপদ হারাবেন। সে হিসেবে শিগগিরই লোকসভার সদস্য পদ বাতিল হচ্ছে বহুল আলোচিত রাজনীতিক লালুপ্রাসাদের।

তবে রাজ্যের ক্ষমতাসীন রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালুপ্রাসাদ দোষী সাব্যস্ত সাব্যস্ত হওয়ায় দলের নেতারা জানিয়েছেন, মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

এছাড়া, এই রায়ে দলের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।