ঢাকা: চাকরি ছাড়লে কারও মন ভালো থাকার কথা নয়। যেকোনো কারণেই হোক, পেট ও পিঠকে সুখ দেওয়ার জন্য এই নির্ভর অবলম্বনটি ছেড়ে দিলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা।
কিন্তু ঠিক উল্টো দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন নাগরিক মেরিনা শিফরিন! ২৫ বছর বয়সী এই তরুণী তাইওয়ানের নেক্সট মিডিয়া অ্যানিমেশন নামক একটি ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
কিন্তু সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দিয়ে নাচানাচি ও উচ্চস্বরে গান গেয়েই অফিস থেকে বের হয়েছেন তিনি। তার নাচানাচির সেই ভিডিওটি ধারণ করে ইউটিউবে ছেড়েছেন সাবেক অফিসের সহকর্মীরা। ভিডিওটি ইতোমধ্যে এক লক্ষ বার প্রদর্শিত হয়েছে।
ম্যারিনা সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টকে বলেন, প্রায় দু’বছর আমি চাকরির জন্য সম্পর্ক, সময় এবং শক্তি অনেক বেশি উৎসর্গ করেছি। কিন্তু সেটা উর্ধতন মহলের মনোপূত হতো না। আমিও কাজ করে আনন্দ পেতাম না। কারণ উর্ধতনরা কেবল নির্মিত ভিডিও’র সংখ্যা ও কতবার সেটি প্রদর্শিত হয়েছে তা জানতে চাইতেন, গুণের বিচার করতেন না।
তিনি বলেন, আমি নিজেই একটি ভিডিও তৈরি করে দেখিয়েছি, মানুষের আগ্রহ বিচার করে গুণগত ভিডিও নির্মাণ করলে সেটা কতোটা জনপ্রিয় হয়!
ম্যারিনা হাফিংটন পোস্টকে জানিয়েছেন, শিগগিরই তিনি তার মাতৃভূমি যুক্তরাষ্ট্রে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/এসআরএস