ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই বিশেষ গুরুত্ব দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্রেকিং নিউজ দিয়ে কয়েকমিনিট পর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি তাদের অনলাইন সংস্করণের এশিয়া পাতার একেবারে শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করেছে সংবাদটি।
‘বাংলাদেশি সংসদ সদস্যের মৃত্যুদণ্ড’ শিরোনাম দিয়ে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য সাকার বিরুদ্ধে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করে বিবিসি।
যুক্তরাজ্যভিত্তিক আরেকটি সংবাদ মাধ্যম রয়টার্স ‘বাংলাদেশে সপ্তম আইন প্রণেতার মৃত্যুদণ্ড’ শিরোনাম দিয়ে ওয়ার্ল্ড পাতার শীর্ষ সংবাদগুলোতে সাকা চৌধুরীর রায়ের খবর প্রকাশ করে।
রয়টার্সের খবরে বলা হয়, বাংলাশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিরোধী দলের একজন শীর্ষস্থানীয় নেতা ও আইনপ্রণেতাকে মঙ্গলবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির স্বাধীনতা যুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে দেওয়া এমন সপ্তম রায় এটি।
পাকিস্তানভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন তাদের অনলাইন সংস্করণের একেবারে শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করেছে সাকার রায়ের খবরটি।
‘বাংলাদশে বিরোধীদলের সপ্তম আইন প্রণেতার মৃত্যুদণ্ড’ শিরোনাম দিয়ে ডন লিখেছে, বাংলাদেশে বিরোধী দলের একজন সিনিয়র নেতা ও আইন প্রণেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত।
মঙ্গলবারের এই রায়কে এই ধরনের সপ্তম রায় বলেও উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যমটি।
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের শীর্ষ পাতায় প্রকাশিত সাকার রায়ের খবরের শিরোনাম দিয়েছে ‘বাংলাদেশে বিরোধী দলের সপ্তম আইন প্রণেতার মৃত্যুদণ্ড’।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিরোধী দলের সিনিয়র নেতা ও আইন প্রণেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করে প্রতিবেশি দেশটির সংবাদ মাধ্যমটি।
উল্লেখ্য, হত্যা, গণহত্যা ও অপহরণ-নির্যাতনের ৯ অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা মোট ২৩টি অভিযোগের ৯টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে সাতটি হত্যা-গণহত্যার এবং ২টি অপহরণ-নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া ৮টি অভিযোগ প্রমাণিত হয়নি এবং রাষ্ট্রপক্ষ ৬টি অভিযোগের বিষয়ে সাক্ষী হাজির না করায় সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করাসহ ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে। তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৩(২)(এ)(সি)(১)(জি)(এইচ) ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে এসব অভিযোগে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবার ০১, ২০১৩
এইচএ/জিসিপি