ঢাকা: সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার কাজ শুরু হতে যাচ্ছে। এ জন্য দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন জাতিসংঘের পর্যবেক্ষক দল।
মঙ্গলবার হেগভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল উইপন্স (ওপিসিডব্লিউ) এর ২০ সদস্যের পর্যবেক্ষক দল দামেস্কে পৌঁছবে।
২০১৪ সালের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্রমুক্ত করার প্রস্তাব জাতিসংঘে পাস হওয়ার পর পর্যবেক্ষক দল দামেস্কে যাচ্ছেন। ওই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের সম্মতিক্রমে পাস হয়। প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে উত্থাপন করেছিল।
ধারণা করা হচ্ছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদের মধ্যে এক হাজার টনের বেশি সারিন গ্যাস, মাস্টার্ড গ্যাস ও অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক পদার্থ রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির ৪৫টি স্থানে এসব রাসায়নিক পদার্থ রয়েছে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছে, রাসায়নিক অস্ত্রে ধ্বংসে যে চুক্তি তারা করেছে, তা তারা মেনে চলবে। অতীত এমন কোনো রেকর্ড নেই যে, সইয়ের পর কোনো চুক্তি মেনেনি সিরিয়া বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ইতালির সংবাদ মাধ্যমে রাই নিউজ ২৪কে বলেছেন, সিরিয়া জাতিসংঘের প্রস্তাব মেনে চলবে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৩
এসএফআই/আরকে