ঢাকা: রাজধানী বুদাপেস্টসহ দেশের অন্যান্য শহরের রাস্তায় ছিন্নমূলদের উৎখাত করতে একটি আইন পাস করেছে হাঙ্গেরির সরকার। পার্লামেন্টে সদ্য পাস হওয়া এ আইনের কারণে ঘরবাড়িহীন মানুষগুলো আর রাস্তায় ঘুমাতে পারবেন না।
আগামী সপ্তাহ থেকে এ আইন কার্যকর হবে বলে জানা গেছে। আইনের পক্ষে সাফাই গেয়ে দেশটির সরকার বলেছে, ঘরহীনদের সাহায্য করতে আইনটি পাস করা হয়েছে। অনেক আশ্রয়স্থল রয়েছে তাদের জন্য।
কিন্তু সরকারের যুক্তিকে প্রত্যাখান করেছেন অনেকে। তারা বলছেন, এ আইনের মাধ্যমে ঘরহীনদের অপরাধের আওতায় আনা হবে যাদেরকে গুণতে হবে জরিমানা, এমনকি খাটতে হবে কারাদণ্ডও।
নতুন আইনের একটি ধারায় উল্লেখ রয়েছে, অনুমতি না নিয়ে রাস্তার ওপর তাঁবু বা ঘর তৈরি করলে অভিযুক্তদের কারাদণ্ডের আওতায় আনা যাবে।
সোমবার এ আইন পাসের সময় পার্লামেন্টের বাইরে শত শত লোক এ বিরোধিতা করেন। দ্য সিটি বিলংস টু এভরিওয়ান নামে বুদাপেস্টের একটি মানবাধিকার গোষ্ঠীর কর্মী তেজা উদভারহেলয়ি জানান, বাড়িহীনদের সব সময়ই কর্তৃপক্ষ হেনেস্তা করে।
এক হিসাবে দেখা গেছে, হাঙ্গেরির রাজধানীর রাস্তায় ও এর বাইরে বনে নিজের বানানো অস্থায়ী বাড়িতে ১০ হাজার লোকের বাস।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৩
এসএফআই/আরকে