ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেস এমপির চার বছরের কারাদণ্ড, সদস্যপদ হারাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৩
কংগ্রেস এমপির চার বছরের কারাদণ্ড, সদস্যপদ হারাচ্ছেন

ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য ও ক্ষমতাসীন কংগ্রেস নেতা রাশিদ মাসুদকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেলেঙ্কারির দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার দিল্লীর এক আদালত দুর্নীতির মামলায় তাকে এই কারাদণ্ড প্রদান করেন।

এর ফলে প্রথম এমপি হিসেবে তিনি রাজ্যসভার সদস্যপদ হারাচ্ছেন।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট কারাদণ্ডপ্রাপ্ত এমপিদের সদস্যপদ হারানোর বিষয়ে রায় দেন। আগামী ১০ বছর তিনি কোনো পদে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৯৯০ সালে সালে রাশিদ স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন ত্রিপুরা মেডিকেল কলেজে অন্যায়ভাবে অযোগ্য শিক্ষার্থীদের ভর্তি করানোর নির্দেশ দিয়েছিলেন। এ দায়ে আদালত আজ তাকে দোষী সাব্যস্ত করেন। এছাড়া আদালত তাকে ষাট হাজার রুপি জরিমানাও করেন।

একইসঙ্গে আদালত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নয়জন ছাত্রের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং চল্লিশ হাজার রুপি করে জরিমানা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা,  অক্টোবর ০১, ২০১৩
কেএইচ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।