আগরতলা (ত্রিপুরা): এই আধুনিক সভ্যতায় বসবাস করেও গুপ্তধনের লোভে নরবলি দেওয়ার অভিপ্রায় জাগে মানুষের মনে! বিস্ময়কর এ অভিপ্রায় জেগেছে আগরতলার উদয়পুরের এক দম্পতির। তাও আবার নিজেদের মেয়ে জামাইকে বলি দেওয়ার ইচ্ছা!
তবে, এই লোভী ও ঘৃণ্য অভিপ্রায়ে নরহত্যার হুমকির অভিযোগ এনে মা-বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে শতাব্দী দেব রায়।
উদয়পুরের পালাটানা এলাকার শতাব্দীর অভিযোগ তার মা-বাবা গুপ্তধনের লোভে স্বামীকে বলি দেওয়ার ষড়যন্ত্র করছেন।
এদিকে, অভিযোগ দায়ের হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শতাব্দীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শতাব্দী জানান, গত বছর আশিস দে’র সঙ্গে বিয়ে হয় তার। স্বামী আশিস পেশায় সরকারি স্কুল শিক্ষক।
শতাব্দী অভিযোগ করে বলেন, গত বছর দুর্গা পূজার সময় বেড়াতে গেলে তার স্বামীকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেন বাবা তুলসি দেব রায় এবং মা শিপ্রা দেব রায়।
শতাব্দী আরও জানান, বাড়ির কাছে বাঁশ বাগানে তিনটি গুপ্তধনের কলসি লুকানো রয়েছে। ওই তিনটি কলসি পেতে হলে মেয়ের জামাইয়ের বলি দিতে হবে। স্বপ্নে এমন নির্দেশনা পেয়ে তার স্বামী আশিসকে হত্যার চেষ্টা চালায় মা-বাবা।
আর শ্বশুর-শাশুড়ির এমন কাণ্ডে হতভম্ভ আশিস। ক্ষুব্ধ আশিসের মা-বাবাও। তারাও উদয়পুরের কাকড়াবন থানায় অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এইচএ/পিসি/আরআইএস