ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মনমোহন-রাহুল বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, অক্টোবর ২, ২০১৩
মনমোহন-রাহুল বৈঠক

কলকাতা: এবার একটি বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহার নিয়ে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। অবশ্য অর্ডিন্যান্স প্রত্যাহার চাইছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পুত্র।

 

মনমোহন সিং-রাহুল গান্ধীর বৈঠক চলে ২৫ মিনিট ধরে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক বসে। বৈঠকের পর ইঙ্গিত দেওয়া হয়েছে, বিতর্কিত সেই অর্ডিন্যান্স প্রত্যাহার করা হতে চলেছে।

অর্থাৎ দাগি সাংসদদের বাঁচাতে যে অর্ডিন্যান্স বিলটি ছিঁড়ে ফেলার ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী সেটা এখন সত্যিই বাতিল হতে চলেছে। উত্তরটার ফয়সালা হয়ে যেতে চলেছে কয়েক ঘণ্টার মধ্যে।

এদিকে সকাল সাড়ে ১০টায় কংগ্রেস কোর কমিটির বৈঠক বসে। সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এরপর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসছে। কার্যক্রম দেখেই পরিষ্কার, বিতর্কিত এই অর্ডিন্যান্স প্রত্যাহার হতে চলেছে। কিন্তু কি করে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে, তার উপায় খোঁজার চেষ্টায় কংগ্রেস।

তার মানে এই ইস্যুতে রাহুলের ভাবমূর্তিও দারুণ উজ্জ্বল হয় আর প্রধানমন্ত্রীরও মর্যাদা অক্ষুণ্ণ থাকে তারই ফর্মূলা উদ্ধারের চেষ্টায় এখন কংগ্রেস নেতা-মন্ত্রীরা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এএসআর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।