ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা পাল্টাপাল্টি কূটনীতিবিদ বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা পাল্টাপাল্টি কূটনীতিবিদ বহিষ্কার

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশ থেকে ভেনেজুয়েলার তিন কূটনীতিবিদকে বহিষ্কার করেছে। সোমবার ভেনেজুয়েলার উচ্চপর্যায়ের তিন কূটনীতিবিদকে বহিষ্কারের প্রতিবাদে পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তিন কূটনীতিবিদকে বহিষ্কার করলো।



ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ঘোষণায় তিন মার্কিন কূটনীতিবিদকে বহিষ্কারের কথা জানানোর পর এ ঘোষণা আসলো।

তিন কূটনীতিবিদের বহিষ্কারের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, `যাদের (মার্কিন কূটনীতিবিদ) বহিষ্কার করা হয়েছে, তারা ভেনেজুয়েলার চরম দক্ষিণপন্থি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। এর মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তারা।

এদিকে, ভেনেজুয়েলার তিন কূটনীতিবিদের বহিষ্কারকে ভেনেজুয়েলার পাল্টা ব্যবস্থা নয় বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবারের শেষভাগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানায়, তারা ভেনেজুয়েলার তিন কূটনীতিবিদকে ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে।

ঘোষণায় বলা হয়, ওয়াশিংটন দূতাবাসের ভেনেজুয়েলার চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যালিক্সটো ওর্তেগা রিয়স, সেকেন্ড সেক্রেটারি মনিকা আলজেন্দ্রা সানচেজ মোরালেস এবং হাউসটন কনস্যুলেটের কনসাল মারিসল গুটুরেজ ডি আলমিদাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

অপরদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত ভেনেজুয়েলায় অস্থিতিশীলতা তৈরির অভিযোগে মার্কিনিদের সঙ্গে তারা আর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখবে না।

এসময় মাদুরো বলেন, `মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের সাবভৌমত্বকে শ্রদ্ধা করেনি। সে কারণে তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের উষ্ণ সম্পর্ক রাখা যায় না। `

তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রয়াত মহান নেতা শেভেজকে বলেছিলেন, আমরা একই ইস্যুতে একসঙ্গে কাজ করবো। অথচ তিনি এখন তার বক্তব্য সংশোধন করে নিয়েছেন। ’

এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, বহিষ্কৃত মার্কিন কূটনীতিবিদরা ভেনেজুয়েলার অস্থিতিশীল প্রদেশ বলিভার ভ্রমণ করেছিলেন। এছাড়াও সে দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছিলেন। তার ফলে ভেনেজুয়েলা ওই তিন মার্কিন কূটনীতিবিদকে বহিষ্কার করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।