ঢাকা: বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল’র চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা সোমবার থেকে শুরু হচ্ছে।
ধারাবাহিকতা অনুযায়ী সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার।
এছাড়া, শান্তিতে নোবেলজয়ী হিসেবে তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নামটি বেশি উচ্চারিত হচ্ছে।
সুইডেনের স্থানীয় সময় সকাল এগারটায় (বাংলাদেশ সময়: বিকেল সাড়ে ৩টায়) স্টকহোমের কারোলিন্সকা ইন্সটিটিউটে সাংবাদিকদের সামনে চলতি বছরের প্রথম নোবেলজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করবেন নোবেল কমিটি ফর ফিজিওলজি অর মিডিসিন’র সেক্রেটারি গোয়েরন কে. হান্সন।
উল্লেখ্য, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তার উপার্জিত অর্থ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হিসেবে প্রদান করতে একটি উইল করে যান।
১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে কেবল শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বাকি পুরস্কার ঘোষণা ও প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।
গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণমূলক বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। শাখাগুলো হলো, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৩
এইচএ/বিএসকে