ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেনারেল বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেনারেল বরখাস্ত

ঢাকা: ব্যর্থতার অভিযোগে এবার বরখাস্ত করা হলো যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পারমাণবিক মিসাইল উইং প্রধান জেনারেল মাইকেল কেরিকে।

একই অভিযোগে ৯ অক্টোবর বরখাস্ত হন দেশটির নৌ বাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম গিয়ারডিনা।



খবর বিবিসি অনলাইনের।

খবরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, পারমাণবিক মিসাইল ব্যবহারে মাইকেল কেরির প্রতি আস্থা ও নির্ভরশীলতার ঘাটতি ছিল। মূলত পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী।

মাইকেল কেরি বিমান বাহিনীর দুই তারকা জেনারেল। যিনি যুক্তরাষ্ট্রে তিনটি স্থানে ৪৫০টি মিসাইল ব্যবহার প্রতিরোধে ব্যর্থ হন।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এসএআর/এসআই/আরকে eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।