ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আস্থা ভোটে পার পাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী লেট্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
আস্থা ভোটে পার পাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী লেট্টা

ঢাকা: বুধবার বিকেলে আস্থা ভোটের পরীক্ষার মুখোমুখি হচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা। তার নেতৃত্বাধীন সরকারের আস্থার ওপর ভোটাভুটির ঠিক আগ মুহূর্তে দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়া শুরু করেছেন লেট্টা।



ভোটাভুটিতে সরকার আস্থা অর্জনে সমর্থ হবে ইঙ্গিত পাওয়া গেলেও এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন লেট্টা।

তিনি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে বলেছেন তার সরকারের ভাঙন দেশকে মারাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি তার মধ্য-ডানপন্থি দল পিপল অব ফ্রিডম পার্টির (পিডিএল) পাঁচমন্ত্রীকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানানোর পর এই ভোটের আয়োজন করতে বাধ্য হলো প্রধানমন্ত্রী লেট্টার মধ্য-বামপন্থি দল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোট সরকার।

তবে পাঁচমন্ত্রীকে পদত্যাগ করতে বার্লুসকোনির এই আহ্বানের বিরুদ্ধে মত দিয়েছেন পিডিএল’র কিছু শীর্ষস্থানীয় নেতা। এমনকি লেট্টার সরকারে ফিরে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন মন্ত্রীরাও।

আস্থা ভোটে লেট্টাকে জয়ী করার ইঙ্গিত দিয়ে পিডিএলের ডেপুটি ফ্যাব্রিজিও চিচিট্টো বলেন, সরকারের পতন ঘটানো ভুল হবে।

এছাড়া, পিডিএল’র ৩০ থেকে ৪০ জন সিনেটরই সরকারের পক্ষে ভোট দিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

৩২১ আসন বিশিষ্ট সিনেটে বার্লুসকোনির দল পিডিএল’র সদস্য রয়েছেন ৯১ জন, অন্যদিকে প্রধানমন্ত্রী লেট্টার দল ডিপি’র সদস্য রয়েছেন ১০৮ জন। বাকি সদস্যরা অন্য ছোট দলগুলোর। আস্থা অর্জনে লেট্টার প্রয়োজন ১৬১ ভোট। সেক্ষেত্রে নিজ দলের ভোট ছাড়াও বার্লুসকোনির দল ও অন্যান্য ছোট দলগুলোর পক্ষ থেকে ভোট পেয়ে আস্থা ভোটে পার পেয়ে যেতে পারেন তিনি।

উল্লেখ্য, গত রোববার পিডিএল’র পাঁচমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী লেট্টা।

গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনিকে করফাঁকির মামলায় দোষী সাব্যস্ত করেন আদালত। এই রায় প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে বার্লুসকোনি অভিযোগ করেন, বিচারিক পন্থায় লেট্টা সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্প্রতি বার্লুসকোনিকে সিনেট থেকে বহিষ্কারের ব্যাপারে ভোটাভুটি আয়োজনের কথা শোনা গেলে নিজ দলের পাঁচমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।