ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩০ বছর পর কাবাঘরের তালা পরিবর্তন

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
৩০ বছর পর কাবাঘরের তালা পরিবর্তন

রিয়াদ: দীর্ঘ ৩০ বছর পর মক্কার পবিত্র কাবাঘরের মরিচা পড়া তালাটি পরিবর্তন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির কাবা কর্মকর্তারা বিষয়টি জানান।



এর আগে নতুন তালাটি কাবাঘরের চাবি সংরক্ষক শেখ আব্দুল কাদির আল শাইবীর কাছে হস্তান্তর করা হয়।

এক বিবৃতিতে শেখ কাদির আল শাইবী বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুরোধে পুরাতন তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, কাবা ঘর পরিষ্কার, গিলাফ পরিবর্তন, চাবি পরিবর্তন সহ সব বিষয় রাজকীয় আদালতের মাধ্যমে জানানো হয়।
 
পবিত্র দুই মসজিদের প্রধান আব্দুল রহমান আল সুদাই নতুন তালাটি পরিদর্শন করেছেন বলেও জানানো হয়।

জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র আহমদ বিন মোহাম্মদ আল মানসুরী বলেন, রাজকীয় ফরমান অনুযায়ী মরিচা পড়া তালাটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০০৯ সালে কিং আব্দুল আজিজ সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজিকে (KACST) নির্দেশ দেওয়া হয়েছিলো।

কাস্ট-এর একটি সিনিয়র ও বিশেষজ্ঞ দল গবেষণা করে ১৮ ক্যারট স্বর্ণের একটি তালা লাগানোর ব্যবস্থা করে।

আল মানসুরী আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন তালাটি রাজকীয় আদালতের বিধি মোতাবেক সরবরাহ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এমএএ/জেডএস/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।