ঢাকা: সরকারি সেবাখাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া সফরের তালিকা থেকে দুটি দেশের নাম বাদ দিতে হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আপাতত মালয়েশিয়া ও ফিলিপাইনে আসছেন না ওবামা।
আনুষঙ্গিক কারণে এ দু’দেশ ওবামা সফর করতে পারবেন না বলে তার দপ্তর হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে। তবে ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে আঞ্চলিক সম্মেলনে তিনি যোগ দেবেন।
শনিবার এশিয়ার চার দেশ সফরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ওবামার। ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে ও ব্রুনাইয়ে পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা। এরপর মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করা কথা ছিল ওবামার।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, আনুষঙ্গিক কারণে মালয়েশিয়া ও ফিলিপাইনে ওবামার সফর সম্ভব নয়। কেননা দেশ দুটি প্রেসিডেন্টের আসন্ন সফরসূচির শেষ দিকে। তাছাড়াও সফর প্রস্তুতি হিসেবে সেখানে মার্কিন কর্মকর্তারা নেই এবং সফর নিয়ে পরিকল্পনায় ঠিকভাবে করা হয়নি।
তবে অ্যাপেক ও পূর্ব এশিয়া সম্মেলন বাদে মালয়েশিয়া ও ফিলিপাইন সফরসূচি পরিবর্তন করতে হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা তার সময়কালে মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করবেন।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানান, ১১ অক্টোবর কুয়ালালামপুরে উদ্যোক্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বক্তব্য দেবেন। বিষয়টি ওবামা নিজেই নাজিব রাজাককে জানিয়েছেন।
নতুন বাজেট নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকান একমত হতে না পারায় যুক্তরাষ্ট্র সরকারের সেবাখাতগুলোর অধিকাংশের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
নতুন বছরে অর্থ বরাদ্দ না পাওয়ায় দেশটির সাত লাখ সরকারি চাকরিজীবীর বেতন ছাড়াই বাধ্যতামূলত ছুটিতে যেতে হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
তবে সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ও নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলো কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেন না আটকায়-সেজন্য অন্য একটি আইনে সই করেছেন ওবামা।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকান ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক পার্টির হাতে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চরম বৈরিতার কারণেই সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দ নিয়ে ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে আবার এমন পরিস্থিতি তৈরি হলো।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। গত অর্থবছরের শেষদিন ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিল।
এর আগে ১৯৯৫ ও ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সেবা খাতের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালের ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ও ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অজরুরি সরকারি কর্মকর্তাদের সাময়িক ছুটি প্রদান এবং অজরুরি সেবাগুলো স্থগিত রাখা হয়েছিল।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন সেবাখাতে তহবিল বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেটিক ও বিরোধী রিপাবলিকান কংগ্রেস সদস্যদের দ্বন্ধের কারণে এমনটি হয়েছিল। সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৩
এসআরএস