ঢাকা: মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক রক্তপাত নারী ও শিশুদের বনে গিয়ে আশ্রয় নিতে বাধ্য করছে।
বৌদ্ধভিক্ষুরা পাঁচ মুসলমানকে মেরে ফেলার পর নতুন করে দেশটির রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার রাখাইন রাজ্যের গ্রামগুলোতে টহলরত রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর একদিন আগে ওই রাজ্যের মুসলমান অধ্যুষিত গ্রামগুলোতে আগুন দিয়েছি আট শতাধিক উগ্র বৌদ্ধ ভিক্ষু।
এদের একজন জানান, আমরা এসব করছি আমাদের ধর্মকে রক্ষা করার জন্য কেননা আমরা শুনতে পেয়েছি থান্ডিতে বৌদ্ধ ধর্মের অবমাননা করেছে একজন মুসলমান।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতা ৯৪ বছর বয়সী এক নারী ও চারজন পুরুষ মারা গেছেন। পুলিশ জানায়, শনিবার উত্তেজনা শুরু হলে ৫৯টি বাড়ি ও একটি মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়। চার রাখাইন বৌদ্ধ ভিক্ষু আহত হয় এবং একজন নিখোঁজ রয়েছে।
সহিংসতার এর ভুক্তভোগী অভিযোগ করেন, পুলিশ শুধু আকাশে ফাঁকা গুলি ছুড়ে, সহিংসতা থামাতে এর চেয়ে বেশি কিছু তারা করে না।
গত বছর রাখাইন রাজ্যে বৌদ্ধ ভিক্ষু ও মুসলমানদের দাঙ্গায় কমপক্ষে ২৫০ জন নিহত হয় এবং দেড় লাখের মতো মানুষ আশ্রয়চ্যুত হয়। এদের অনেকেই সাগর পাড়ি বাংলাদেশসহ সীমান্ত দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এসএফআই/এসআরএস