ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে তরুণীর উত্ত্যক্তকারীকে গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, অক্টোবর ২, ২০১৩
মুম্বাইয়ে তরুণীর উত্ত্যক্তকারীকে গণপিটুনি

ঢাকা: ভারতের মুম্বাইয়ে এক মেয়েকে উত্ত্যক্তকারী দুই তরুণকে আচ্ছামত পিটিয়ে পুলিশের হাতে দিয়েছে জনগণ।

সোমবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির এক  সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

জানা যায়, দুই সপ্তাহ ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল ওই দুই তরুণ।

সোমবার একটি রেলস্টেশনে মেয়েটিকে উত্ত্যক্ত করলে উপস্থিত লোকজনের চোখে পড়ে বিষয়টি। আর এতে ক্ষিপ্ত হয়ে তারা তরুণদের বেদম মারপিট করে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
 
ভারতে একের পর এক যৌননিপীড়ন, ধর্ষণ আর উত্ত্যক্তের ঘটনা ঘটে চলেছে।   গত ডিসেম্বরে নয়াদিল্লির ধর্ষণের ঘটনা পুরো দেশে আলোচনার ঝড় তুলে। সম্প্রতি মুম্বাইয়ে নারী সাংবাদিকে ধর্ষণের ঘটনায় ফের নারীদের নিরাপত্তা বিষয়টি আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।