ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আসামে দুর্ঘটনায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, অক্টোবর ৩, ২০১৩
আসামে দুর্ঘটনায় নিহত ২৮

ভারতের আসামে সড়ক দুর্ঘটনায় প্রায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন শিশু।

এছাড়া আরো ১০ জন আহত হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার আসামের উত্তরাঞ্চলের বারপেটার জেলায় হাইওয়েতে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ কর্মকর্তারা বলেন, নিহতরা অধিকাংশই শ্রমিক। একটি ইটভাটায় কাজ করার জন্য তারা দুটি বাসে করে গন্তব্যে যাচ্ছিল।

জানা যায়, প্রথমে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। তারপর পেছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।   দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।