ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৩
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৭

ঢাকা: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ও ২২জন আহত হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন অনলাইন খবরে বলা হয়, বৃহস্পতিবার ওরাকজাই পাহাড়ি উপজাতীয় অঞ্চলে একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

জঙ্গী সংগঠন তেহরিক- আই- তালিবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

জানা যায়, কমান্ডার মোল্লা নবি হানাফিকে হত্যার উদ্দেশ্যেই হামলা করে টিটিপি। হামলাকারীরা গাড়ি নিয়ে নিয়ে ঘাঁটির ভেতরে প্রবেশ করে। প্রথমে গুলিবর্ষণ পরে বোমার বিস্ফোরণ ঘটায় তারা।

মোল্লা নবি হানাফি একসময় টিটিপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মত পার্থক্যের কারণে আলাদা হয়ে দল গঠন করেন। তিনি দীর্ঘদিন ধরে টিটিপির বিরুদ্ধে লড়ছিলেন। এর আগেও ওই ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

তবে হামলায় নবি নিহত হয়েছে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি।   স্থানীয় প্রশাসক ওয়াজিদ খান বার্তা সংস্থা এপিকে বলেন, হামলার সময় নবি ঘাঁটিতে ছিলেন না।

বাংলাদেশ সময়:১৩০৪ ঘণ্টা,  অক্টোবর ০৩, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।