ঢাকা: বাংলাদেশের তেতুঁলিয়া সীমান্তের নিকটবর্তী ভারতের সিকিমে মাঝারি মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূ-কম্পনটি অনুভূত হয় বাংলাদেশ সময় বেলা সোয়া বারোটার দিকে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভিস বা ইউএসজিএস এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিলো ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকের ২১ কিলোমিটার পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ৩৮ কিলোমিটার উত্তর পূর্বে।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
আরআই/জিসিপি