ঢাকা: বাংলাদেশের তেতুঁলিয়া সীমান্তের নিকটবর্তী ভারতের সিকিমে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প হয়েছে। এছাড়া দার্জিলিং ও সিলিগুঁড়িতেও এ প্রচন্ড কম্পন হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভিস বা ইউএসজিএস এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিলো ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকের ২১ কিলোমিটার পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ৩৮ কিলোমিটার উত্তর পূর্বে।
ভূমিকম্পের পর সিকিমের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মানুষ অফিস-বাড়িঘর ছেড়ে উন্মুক্ত স্থানে নেমে আসে। রাস্তায় প্রচন্ড যানযটের সৃষ্টি হয়ে।
এর আগে ২০১১ সালে ১৮ সেপ্টেম্বর সিকিমে শক্তিশালী ভূমিকম্পে ১৭জন নিহত ও শতাধিক আহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচ/আরআই/জেসিকে