ঢাকা: দক্ষিণ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে একটি অভিবাসীবাহী জাহাজ ডুবে কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। ল্যাম্পেদুসার মেয়র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ল্যাম্পেদুসার মেয়র গিসি নিকোলিনি জানান, এখন পর্যন্ত ৮২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা ভয়াবহ, কবরস্থানের মতো মনে হচ্ছে। ’
সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, জাহাজটিতে প্রায় পাঁচশ জনের মতো অভিবাসী ছিলেন। অভিবাসীদের বেশিরভাগই ইরিত্রিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিক।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জাহাজটিতে প্রথমে আগুন লাগার পরে সেটি ডুবে যায়। জাহাজডুবির ঘটনায় এখনও আড়াই’শ মানুষ নিখোঁজ রয়েছে।
ইতালির কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ১’শ ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতায় কোস্ট গার্ডের জাহাজ, সাধারণ নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ইতালির উপকূলে অভিবাসী ডুবে যাওয়া সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। সোমবার সিসিলির উপকূলে ১৩ জন আশ্রয় প্রত্যাশী ডুবে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩/আপডেটেড: ১৮৫৯
কেএইচকিউ/জেসিকে