ঢাকা: আমার পরিচয় একজন হিন্দুত্ববাদী হিসেবে। কিন্তু আমি আপনাদের মন্দির নির্মাণের আগে টয়লেট তৈরি করতে বলবো।
এ আহ্বান জানিয়েছেন ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদি। দিল্লি স্টেডিয়ামে বুধবার সাত হাজার কলেজ শিক্ষার্থীর প্রতি ছিল তার এ আহ্বান।
বিশ্বের গরিবদের এক তৃতীয়াংশের বাস ভারতে। দেশটির স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। দেশটির অনেক লোক এখনও খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে।
মোদির এ আহ্বান কলেজ শিক্ষার্থীদের প্রশংসা ও করতালি জুটালেও ক্ষমতাসীন কংগ্রেস ছেড়ে কথা বলেনি। এর আগে কংগ্রেসের এক নেতার এমন আহ্বানে খুবই হাসাহাসি করেছিল বিজেপি নেতারা।
এখন কংগ্রেস নেতারা মোদিকে ছেড়ে কথা বলছেন না। মোদির এ বক্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা।
কংগ্রেস থেকে বলা হচ্ছে, গত বছর একই ধরনের কথা বলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের সমালোচনা কি করেনি মোদির বিজেপি?
কংগ্রেসের মুখপাত্র ও মন্ত্রী রাজিব শুক্লা টুইট করেছেন, বিজেপি জয়রাম রমেশকে ক্ষমা চাইতে বলেছিল, এখন আবার মোদির মন্তব্যে সমর্থন দিচ্ছে-বিজেপির দ্বৈত অবস্থানকেই তুলে ধরছে এটি।
গত বছর রমেশ বলেছিলেন, ‘আমি মনে করি মন্দিরের চেয়ে টয়লেট অধিকতর গুরুত্বপূর্ণ। টয়লেট ও পরিচ্ছন্নতাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
এসএফআই/জেসিকে