ঢাকা: ভিমরুলের বাসা ধ্বংসের উদ্যোগ নিয়েছে চীনা সরকার।
সম্প্রতি, চীনের সাংঝি প্রদেশে ভিমরুলের আক্রমণে ৪১ জনের মৃত্যু ও এক হাজার ছয়শ ব্যক্তি আহত হওয়ার পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
বিগত কয়েক মাসে ভিমরুলের আক্রমণে ৪১ ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানায়।
কর্তৃপক্ষ জানায়, ঝাংসি প্রদেশ হাসপাতালগুলোতে ব্যাপক হারে ভিমরুলের আক্রমণে আহতরা চিকিৎসা নিতে আসার পর কর্তৃপক্ষ ভিমরুলের বাসা ধ্বংসের সিদ্ধান্ত নেয়।
চীন সরকার ভিমরুলের বাসা ধ্বংসে ঝাংসি প্রদেশে সেনাসদস্যদের পাঠিয়েছে। তারা কীটনাশক ছিটিয়ে ভিমরুলের বাসা ধ্বংস করবে।
প্রসঙ্গত, ভিমরুল কাউকে হুল ফুটিয়ে দিলে অসহনীয় ব্যথা জ্বালাপোড়া হয়। কখনো কখনো মানুষ মারাও যেতে পারে। খবর আল-জাজিরা।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
এবি