ঢাকা: বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল লালুপ্রসাদ যাদবের। ভারতের একটি আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
লালুসহ দণ্ডিত অন্যান্য অপরাধীরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার রায় শুনেছেন।
১৯৯৬ সালে বিহার রাজ্যে পশুখাদ্য কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসে। তখন লালুপ্রসাদ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন তিনি।
গবাদি পশুর কল্পিত ওষুধ ও খাদ্য কেনার ক্ষেত্রে ৩৭ কোটি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার থেকে রাঁচির বীরসা মুন্ডা কারাগারে ছিলেন লালুপ্রসাদ। আদালতে হাজির হওয়ার জন্য গত রোববার তিনি পাটনা থেকে রাঁচি যান। বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ যাদবসহ ৪৫ জন আলোচিত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হন।
আরজেডির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
রায়ে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সদস্য জগন্নাথ মিশ্রকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জনতা দলের জগদীশ শর্মাকেও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিও এখন আর সংসদ সদস্য হিসেবে থাকছেন না।
বিহারের তিনবারের মুখ্যমন্ত্রী লালুর স্ত্রী রাবরি দেবী রায়ের পর বলেন, ‘সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যেভাবে কংগ্রেস পরিচালনা করছেন, তিনি ও তার ছেলেও সেভাবে দল পরিচালনা করবেন। ’
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস