ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৩
নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

ঢাকা: নাইজেরিয়ার জনবহুল শহর লাগোসে একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

দেশটির বিমানমন্ত্রী জো ওবি বৃহস্পতিবার জানিয়েছেন, অ্যাসোসিয়েট এয়ারলাইনসের বিমানটি দক্ষিণপশ্চিমের আকুরে শহরের দিকে যাত্রা শুরু করেছিল।

বিমানটিতে ২০ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তবে বিমানটির ধরন সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোন তথ্য নেই।

তিনি বলেন, ‘বিমানটি ঠিকভাবে উড়তে পারেনি তাই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও জীবিত ব্যক্তি রয়েছেন।

কমপক্ষে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ’

বিমানবন্দরের যেখানে জ্বালানি রাখা হয় বিমানটি সেখানে বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শেষকৃত্যের জন্য বিমানটিতে অন্দো প্রদেশের সাবেক গভর্নরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল।

বিমান বিধ্বস্তের ঘটনা নাইজেরিয়াতে প্রায়ই ঘটে। দেশটিতে গত বছরের জুন মাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১’শ ৬০ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।