ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া থেকে দূতাবাস কর্মকর্তাদের সরিয়ে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৩
লিবিয়া থেকে দূতাবাস কর্মকর্তাদের সরিয়ে নিল রাশিয়া

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাশিয়ার দূতাবাসে বন্দুকধারীদের হামলার পর দেশটি থেকে দূতাবাসের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস কর্মকর্তাগণ ইতিমধ্যে পাশের দেশ তিউনিশিয়ায় পৌঁছেছেন।

সেখান থেকেই তারা রাশিয়া ফিরবেন।

তারা জানিয়েছে, রাশিয়ার এক নাগরিক লিবিয়ার এক নাগরিককে হত্যার প্রতিশোধে লিবিয়ায় অবস্থিত রাশিয়ার দূতাবাসে হামলা চালানো হতে পারে।

যদিও বুধবারের হামলায় রাশিয়ার কোন নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় একটি গাড়ি ও কিছু স্থাবর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।

লিবিয়ায় বেনগাজি শহরে গত বছর মার্কিন দূতাবাস প্রাঙ্গণে এক হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার জন নিহত হয়। এপ্রিলে ফ্রান্সের দূতাবাসে হামলায় দুজন নিরাপত্তা রক্ষীসহ কয়েকজন নিহত হয়। জুনে ইতালির দূতাবাস প্রাঙ্গণের বাইরে থেকে একটি গাড়ি বোমা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচকিউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।