ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাইরে গোলাগুলিতে বন্ধ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, অক্টোবর ৪, ২০১৩
বাইরে গোলাগুলিতে বন্ধ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন

ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের বাইরে গোলাগুলির কারণে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় ভবনটি। এ সময় একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।



বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসি জানায়, অর্থ বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের চলমান স্থবিরতার মধ্যে কংগ্রেসে বিতর্ক চলছিল। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে কংগ্রেস ভবনের বাইরে আকস্মিকভাবে গোলাগুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাপিটাল বিল্ডিংসহ ওই এলাকায় কার্যালয়গুলো বন্ধ করে দেয়।

এরপরও কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিতে এক পুলিশ কর্মকর্তার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এএসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।