ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাচের দণ্ড দশ বছর জেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৮, অক্টোবর ৪, ২০১৩
নাচের দণ্ড দশ বছর জেল!

ঢাকা: জনসম্মুখে নগ্ননৃত্যের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড দিলেন সৌদির এক আদালত। এর মধ্যে একজনকে ১০ বছর কারাভোগের পাশাপাশি দুই হাজার বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে উল্লেখিত এই ‘অশ্লীল কাণ্ডের’ জন্য তাকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়। বুরায়দাহর একটি আদালত এ রায় দিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম ওকাজ বৃহস্পতিবার জানিয়েছে, ওই ব্যক্তিরা শীতের ছুটি কাটাতে একটি ক্যাম্পে একত্রিত হয়েছিলেন।

দণ্ডপ্রাপ্ত বাকি তিন ব্যক্তির মধ্যে একজনকে সাত বছরের কারাদণ্ড ও দুই হাজার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত। আর বাকি দুই জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১২’শ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়। তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অতি রক্ষণশীল কাসিম প্রদেশে গাড়ির ছাদে উঠে কয়েকজন ব্যক্তি নাচছেন। যদিও ভিডিওটিতে কাউকে নগ্ন দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
কেএইচকিউ/এএসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।