ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাকার অভাবে এশিয়া সফর বাতিল ওবামার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
টাকার অভাবে এশিয়া সফর বাতিল ওবামার!

ঢাকা: সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় অবশেষে এশিয়া সফরই বাদ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে মালয়েশিয়া ও ফিলিপাইন সফর স্থগিত করলেও ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে দুটি সম্মেলনে ওবামার যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল হোয়াইট হাউজ থেকে।

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসেফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) ও ব্রুনাইয়ে পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ওবামার।

হোয়াইট হাউজ জানায়, শাটডাউনের ফলে বিদেশ সফরের জটিলতা সংক্রান্ত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর নতুন বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেসের দুই কক্ষ সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে জরুরি নয় এমন কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।

সফর বাতিল করায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছেন ওবামা। শুক্রবার সকালে ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোকে ফোন করে ওবামা দুঃখ প্রকাশ করেছেন বলে

জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মুখপাত্র তেউকু ফাইজশাহ।

তেউকু ফাইজশাহ জানান, সফর পুনরায় নির্ধারন করা হয়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ওবামার পরিবর্তে ইন্দোনেশিয়া ও ব্রনাইয়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এশিয়া সফর বাতিলকে রিপাবলিকানদের কারণে সৃষ্ট শাটডাউনের আরেক প্রভাব হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।

এশিয়ার চার দেশ সফরের উদ্দেশ্যে শনিবার যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ছিল ওবামার। বালি ও ব্রুনাইয়ে দুটি সম্মেলনে যোগ দেওয়ার পর মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা/আপডেটেড: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।