ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুঁজিবাজারে একশ কোটি ডলার বিনিয়োগ করছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
পুঁজিবাজারে একশ কোটি ডলার বিনিয়োগ করছে টুইটার

ঢাকা: পুঁজিবাজারে একশ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রাথমিক কাগজপত্র জমা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।



পুঁজিবাজারে টুইটারের এ বিনিয়োগের পরিমাণ ২০১২ সালে পুঁজিবাজারে অর্ন্তভুক্ত হওয়া অপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়েও বেশি বলে কর্তৃপক্ষ জানায়।

বৃহস্পতিবার তারা এ সংক্রান্ত কাগজপত্র নথিভুক্ত করেছে বলে টুইটার তার নিজস্ব পেজে জানায়। বর্তমানে প্রতিমাসে প্রায় ২২ কোটি মানুষ টুইটার ব্যবহার করে এবং তারা প্রতিদিন ৫০ কোটি টুইট করে বলে সাত বছরের পুরনো প্রতিষ্ঠানটি জানায়।

পুঁজিবাজারে টুইটারের অর্ন্তভুক্তি বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজরে আসার সিদ্ধান্তের কথা জানায় টুইটার। তবে ঠিক কবে নাগাদ পুঁজিবাজারে আসছে-এ বিষয়ে বিস্তারিত জানায়নি টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মাইক্রোব্লগ হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু করে টুইটার। ২০১২ সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এ মাইক্রোব্লগের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
জেডএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।