ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানা রাজ্যের ‍অনুমোদন, চলছে ৪৮ ঘণ্টার বনধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
তেলেঙ্গানা রাজ্যের ‍অনুমোদন, চলছে ৪৮ ঘণ্টার বনধ

ঢাকা: ভারতের পার্লামেন্টে পৃথক তেলেঙ্গ‍ানা রাজ্যের অনুমোদন দেওয়ায় অন্ধ্রপ্রদেশে ৪৮ ঘণ্টার বনধ চলছে। শুক্রবার সকাল থেকে অন্ধ্রপ্রদেশের অন্ধ্র ও রায়ালাসীমা অঞ্চলে বনধ চলছে।



এদিকে কেন্দ্রীয় পার্লামেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ‍অন্ধ্রপ্রদেশের কয়েকজন মন্ত্রী পদত্যাগের হুমকি দিয়েছেন। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী চিরঞ্জীব পদত্যাগ করেছেন। আরেকমন্ত্রী পাল্লাম রাজুও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার রাতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্রুত কোনো সিদ্ধান্ত না নিতে পরামর্শ দিয়েছেন তাকে। তবে তিনি শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরন কুমার রেড্ডি শুক্রবার বিকেলে উপকূলীয় অন্ধ্র ও রায়ালাসীমার মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

তেলেঙ্গানা, অন্ধ্র ও রায়ালাসীমা নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠিত। তেলেঙ্গানাকে পৃথক করার প্রতিবাদে এ দুই অংশে শুক্রবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার বনধ শুরু হয়েছে। শুক্র ও শনিবার এ দুই অঞ্চলের দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ থাকবে এবং গুরুত্বপূর্ণ রাজপথে যানবাহন চলবে না।

অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানাকে পৃথক রাজ্য হিসেবে গড়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন কংগ্রেস এমপি এল রাজাগোপাল।

কংগ্রেসের আরেক নেতা জগন মোহন রেড্ডি তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার বিপক্ষে আন্দোলনকারীদের একজন। তিনি অন্ধ্র প্রদেশজুড়ে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছেন। তিনি ঘোষণা দিয়েছেন,  শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন তিনি।

দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা রাজ্যের দাবিতে তেলেঙ্গানাবাসী আন্দোলন করে আসছে। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন কংগ্রেস সরকার চলতি বছরে তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার বিকেলে পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি পাস হয়। এখন শুধু অপেক্ষা রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সইয়ের।
ভারতের আইটি নগরী হায়দ্রাবাদ নিয়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সমস্যাটি আরও প্রকট হয়েছে। নতুন রাজ্যের রাজধানী হবে হায়াদ্রাবাদ না আগের অংশের রাজধানী থাকবে ত নিয়ে বিতর্ক চলছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিনধে বলেছেন, ১০ বছর দুই অংশের রাজধানী থাকবে হায়দ্রাবাদ।

ব্রিটিশ শাসন থেকে মুক্তির পরপরই তেলেঙ্গানা ও অন্ধ্র একত্রিত করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু এ সংক্রান্ত কমিটি সুপারিশ করে তেলেঙ্গানাকে পৃথক রাজ্য হিসেবে রাখা হোক। তবে ১৯৫৬ সালে দুই অঞ্চলের নেতাদের চুক্তির মাধ্যমে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়।

নেতাদের এ পদক্ষেপে তেলেঙ্গানার সাধারণ জনগণের সবার যে সমর্থন ছিল না তা খুব তাড়াতাড়ি টের পাওয়া হয়। অন্ধ্রপ্রদেশ গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় পৃথক তেলেঙ্গানার দাবিতে আন্দোলন হয়েছে। এসবের মধ্যে ১৯৬৯, ১৯৭২ ও ২০০৯ সালের আন্দোলন উল্লেখ করার মতো।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।