ঢাকা: হোয়াইট হাউজে হামলার আশঙ্কায় ওয়াশিংটনে এক নারীকে গুলি করে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বৃহস্পতিবারের এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তাও আহত হয়।
ওই নারী গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের দ্বার ভেঙ্গে ক্যাপিটল হিলের (কংগ্রেস ভবন) দিকে যাওয়ার সময় পুলিশ ওই গাড়িতে উন্মুক্ত গুলিবর্ষণ করে। তবে ওই নারীর কাছে কোন অস্ত্র ছিল না। গাড়ির ভেতর থেকে এক বছরের এক বাচ্চাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাচ্চাটি ওই নারীরই।
পুলিশ জানিয়েছে, নিহত হওয়ার আগ পর্যন্ত সে পুলিশকে ধাওয়া করতে বাধ্য করে।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও পুলিশ স্টামফোর্ডে একটি বাড়ি সিলগালা করে দেয়। তারা বাড়িটি ওই নারী চালকের ধারণা করছে।
এ ঘটনার তদন্ত শুরু হলেও এখনও নির্দিষ্ট কোন কারণ জানা যায় নি। পুলিশ বলেছে, এটা কোন সন্ত্রাসী হামলা কিংবা কোন দুর্ঘটনা নয়।
শহরের পুলিশ প্রধান ক্যাথে ল্যানিয়ের সাংবাদিকদের জানান, পুলিশ কর্মকর্তারা ওই নারীকে গুলি করে হত্যা করে। পুলিশ তার গাড়িতে দুই দিক দিয়ে গুলি চালায়।
তিনি আরও জানান, সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধে (শাটডাউন) যে ভবনে বসে দেশটির প্রতিনিধি পরিষদের সদস্য ও সিনেট সদস্যরা আলোচনা করছিলেন পুলিশ সে ভবনটি বন্ধ করে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত দুই পুলিশ কর্মকর্তা শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তারা দ্রুতই সেরে উঠবেন।
আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাড়িটি ৩৪ বছর বয়সী এক নারীর নামে নিবন্ধিত ছিল। পুলিশ ধারণা করছে, ওই নারীই গাড়িটি চালাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ইউপিআই জানিয়েছে, মিরিয়াম ক্যারে নামের ৩৪ বছর বয়সী ওই নারী পেশায় দন্ত চিকিৎসক। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
এ ঘটনার তিন সপ্তাহ আগে ওয়াশিংটনে নৌবাহিনীর দফতরের কাছে গুলিবর্ষণে ১২ জন নিহত ও তিনজন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩/আপডেটেড: ১৭৫০ ঘণ্টা
কেএইচকিউ/এসআরএস