ঢাকা: আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে ডেকে আনা আব্দুল রসুল সাইয়াফ প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। আগামী বছরের এপ্রিলে আসন্ন নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নকে বিতাড়িত করার যুদ্ধের নেতৃত্বদানকারী আব্দুল রসুল সাইয়াফ রাজধানী কাবুলে গাড়িবহর নিয়ে ঘুরে ঘুরে নিজের প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিল সাবেক যোদ্ধারা।
জানা যায়, ১৯৮০ ও ১৯৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নবিরোধী যুদ্ধে আফগান ধর্মীয় নেতা রসুল সাইয়াফ বিভিন্ন যুদ্ধশিবিরে যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। এমন একটি শিবিরে বিন লাদেনের সঙ্গে তার পরিচয় ঘটে।
এরপর ১৯৯৬ সালে সুদান থেকে ওসামা বিন লাদেনকে বহিষ্কার করা হলে তাকে আফগানিস্তানে আশ্রয় দেন রসুল সাইয়াফ।
এরইমধ্যে নির্বাচন কমিশনে কাগজপত্রাদি জমা দিয়েছেন তিনি। নির্বাচনে দাঁড়ানোর কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি যশ-খ্যাতি কিংবা ক্ষমতা চাই না। আমি আমার জাতিকে রক্ষা করতে পারি। ’
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার মূল হোতা খালিদ শেখ মোহাম্মেদের ‘পরামর্শ’ দাতা ছিল রসুল সাইয়াফ বলে ৯/১১ হামলা সংক্রান্ত এক কমিশন প্রতিবেদনে দাবি করা হয়। যোদ্ধা হিসেবে রসুল সাইয়াফের প্রভাবে প্রভাবিত হয়ে ‘আবু সাইয়াফ’ নামে ফিলিপাইনে এক সন্ত্রাসী গোষ্ঠীও গড়ে উঠে। ৯/১১ হামলার আগে তিনি তালেবানবিরোধী ছিলেন। তখন থেকে লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এসএফআই/এসআরএস