ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরে বন্দুকধারীদের গুলিতে নিহত দুই সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, অক্টোবর ৪, ২০১৩
মিসরে বন্দুকধারীদের গুলিতে নিহত দুই সেনা সদস্য

ঢাকা: মিসরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব কায়রোতে সেনাবাহিনীর গাড়িবহরে বন্দুকধারীরা হামলা চালিয়ে দুই সেনা সদস্যকে হত্যা করেছে।

হামলায় আহত হয়েছে আরও দুই সেনা সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা জানান, হামলাকারীরা শুক্রবার সকালে ইসমাইলিয়া ও কায়রোর  মাঝামাঝি সুয়েজ ক্যানাল সিটির রাস্তায় অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর গাড়িবহরে উন্মুক্ত গুলিবর্ষণ করে।

তিনি জানান, নিহত দুইজনকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়েছিল। হামলায় আহত অন্যদুই সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিতে গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশের শাসনভার নেয় সেনা সমর্থিত সরকার। ধারণা করা হচ্ছে এর ধারাবাহিকতায়ই সেনা সদস্যদের ওপর এ হামলা চালানো হল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।